ঢাকা ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোনা গ্রামে তানিশা আক্তার নামের পাঁচ বছর বয়সী এক শিশুকে প্রতিবেশির একটি পালিত কুকুর আক্রমণ করে গুরুতর জখম করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) শান্তিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির দাদা একই গ্রামের মৃত মজুমদার আলীর পুত্র সিরাজ মিয়া।
অভিযোগে তিনি বেতকোনা গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র রাসেল মিয়া ও জাকির মিয়া গংকে অভিযুক্ত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ভোর আনুমানিক ৬টায় তানিশা আক্তার (৫) নামের ওই শিশু আরবি পড়তে বাড়ির পাশের মসজিদে যাচ্ছিল। পথিমধ্যে প্রতিবেশীর বাড়িতে থাকা একটি পালিত কুকুর হঠাৎ শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। শিশুটির চিৎকার শুনে দাদা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করেন। এ ব্যাপারে কুকুরের মালিকদের (প্রতিবেশীদের) কাছে জানতে চাইলে তারা সিরাজ মিয়ার সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
শিশুটির দাদা সিরাজ মিয়া বলেন, আমি প্রতিবেশীদের জিজ্ঞেস করি কেন তাদের কুকুর আমার নাতীনকে কামড়ালো। তখন তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে, ‘তোমার নাতীন আমাদের বাড়ির সামনে গেলে কামড়াবেই।’ এরপর তারা আমাদের পরিবারের সবাইকে প্রাণে মারার হুমকি দেয়।”
পরবর্তীতে শিশুটিকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে আবার রেফার্ড করা হয় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
এ ঘটনায় কোনো প্রতিকার না পেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবার। স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
শিশুটির পরিবারের দাবি, এমন ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।
অভিযুক্ত রাসেল মিয়ার মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host