ঢাকা ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
সারাদেশে আইনশৃংখলা পরিস্থতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(বৃহস্পতিবার) ১৭ জুলাই দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদল মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচাঁন, আজিজুর রহমান সৌরভ।
এছাড়াও জেলা ও উপজেলা যুবদলের তৃণমূলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা বিগত ১৭বছর আওয়ামী লীগের স্বৈরশাসনের কথা তুলে ধরেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host