জগন্নাথপুরে অসহায়দের মাঝে ডেউটিন ও চেক বিতরণ

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

জগন্নাথপুরে অসহায়দের মাঝে ডেউটিন ও চেক বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে অসহায় মানুষের মাঝে ডেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ ঢেউটিন বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সময়ে অগ্নিকান্ড, কাল বৈশাখি ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারে বিনামূল্যে ডেউটিন ও চেক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে পরিবার প্রতি এক বান টেউটিন ও তিন হাজার টাকার চেক বিতরণ উদ্বোধন করেন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ।
জগন্নাথপুর উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী শিমুল আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান প্রমূখ। টিন ও চেক পেয়ে উপকারভোগী মানুষের মুখে আনন্দের হাসি ফুটে উঠতে দেখা যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর