ঢাকা ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর ১২৪/২৫ মামলায় আদালতের গ্রেফতারি পরোনাভূক্ত পলাতক আসামি পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের ১৯ জুলাই শনিবার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত আবদুল মছব্বিরের ছেলে আবদুল হাই সেকেল (৫০) ও তার পুত্র আমির হোসেন ফাহিম (২৫)।
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার এসআই চার্জ ইনচার্জ আল আমিনের নেতৃত্বে থানার এসআই দিপংকর হালদার, এসআই রিফাত সিকদার, এসআই হাদী আবদুল্লাহ, এএসআই হুমায়ূন কবির বাহার, এএসআই জমির উদ্দিনসহ সঙ্গীয় পুলিশদল বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পিতা-পুত্র আসামিকে গ্রেফতার করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host