বিজিবির অভিযানে ৩ কোটি ২৬ লাখ টাকার অবৈধ পণ্য-গরু জব্দ

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৫

বিজিবির অভিযানে ৩ কোটি ২৬ লাখ টাকার অবৈধ পণ্য-গরু জব্দ

নিজস্ব প্রতিবেদক
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান প্রতিরোধে পরিচালিত একাধিক অভিযানে বড় সাফল্য পেয়েছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। শুক্রবার (২৫ জুলাই) ও শনিবার (২৬ জুলাই) সীমান্তবর্তী কয়েকটি স্থানে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার ২০০ টাকার চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির আওতাধীন বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, উৎমা, প্রতাপপুর, শ্রীপুর ও দমদমিয়া বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় স্মার্টফোন ডিসপ্লে, চকলেট, গরু এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ জব্দ করা হয়। পাশাপাশি, অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি নৌকাও আটক করা হয়।
এছাড়া শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার আলুটিলা এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবী লোশন, শাড়ি ও থ্রী পিস উদ্ধার করে।
অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার ২০০ টাকা। উদ্ধারকৃত সব চোরাচালানী পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই প্রসঙ্গে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তের প্রতিটি ইঞ্চিতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনার আলোকে সীমান্তরক্ষায় বিজিবি সবসময় সচেষ্ট। চোরাচালান, মাদক ও যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবি কখনো আপোষ করে না এবং ভবিষ্যতেও এই প্রয়াস আরও জোরদার করা হবে।’
বিভিন্ন সময়ে ধারাবাহিকভাবে যেভাবে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করে তিনি সফলতা অর্জন করে চলেছেন, তা ইতোমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে। সীমান্ত রক্ষায় তার বলিষ্ঠ নেতৃত্ব আজ অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সীমান্ত এলাকার জনগণ ৪৮ বিজিবির এমন সক্রিয় ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর