ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৫
শাল্লা প্রতিনিধি
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সুনামগঞ্জের শাল্লায় সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শনিবার (২৬ জুলাই) সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালীভাবে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।
এসময় তিনি বলেন, একটি সভ্য জাতির চেহারা ধরা পড়ে তার নারীর চোখে, তার শিশুর হাসিতে। মর্মান্তিক নিরাপত্তার চাদরে, তাই সযত্নে ঢাকা থাকুক নারী শিশুসহ অবহেলিত সকল শ্রেণীর পেশার মানুষ। রাষ্ট্রীয় সেবা হোক সকল জনগণের অধিকার, আর জন মানুষ হোক আত্ন শক্তিতে বলীয়ান। আজ প্রতিজ্ঞা করছি আমরা সেই আস্থা হবো।
অনুষ্ঠানে শাল্লা উপজেলা কৃষি অফিসার শুভজিৎ রায়, শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার কামরুল ইসলাম-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপজেলা প্রতিবন্ধী কমিটির সভাপতি চিন্ময় দাস, সহ সভাপতি হারুন রশীদ প্রমূখ এ ছাড়া অনুষ্ঠানে ভিবিন্ন শ্রেণী পেশার লোক জনসহ স্থানীয় মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host