ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৮ জুলাই) রাতে উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আক্তাপাড়া গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে তোফায়েল আহমেদ (২৫), দরগাপাশা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে আলী হোসেন (৩৫) ও একই গ্রামের মো. লিম্বর আলীর ছেলে মো. দিলোয়ার হোসেন (৩০)।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলীর নির্দেশনায় থানা পুলিশের একটি দল সফলভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ তিন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে সোমবার (২৯ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ওসি আকরাম আলী বলেন, “মাদক নির্মূলে শান্তিগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host