ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর প্রথক অভিযানে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ৫৭৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। অভিযানে একজন কারবারিকে আটক করা হয়েছে।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেমবার ভোররাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় মিয়া (৩০) নামক এক যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা ৩২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
একই দিনে রাত ৩ টার দিকে র্যাব-৯-এর আরেকটি দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পাকা রাস্তার পাশে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে আরো ২৫১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত মদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীন মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host