ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১১ ও ১২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। তামাবিল, পান্থুমাই, সংগ্রাম বাংলাবাজার ও মিনাটিলা বিওপি’র টহল দল এবং হরিপুর এলাকায় মেজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ক্রিম, ফেসওয়াশ, বিড়ি, কনফেকশনারি পণ্য, জিরা, ফুচকা, চিনি, একটি ট্রাক, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার আটক করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ধরা হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ৬৬৫ টাকা।
এ প্রসঙ্গে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট। গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
দেশের সীমান্ত রক্ষায় বিজিবির এ দৃঢ় অবস্থান শুধু চোরাচালান প্রতিরোধেই নয়, বরং জাতীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিজিবির এই সফলতা তাদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার উজ্জ্বল প্রমাণ, যা জনগণের আস্থা ও ভালোবাসাকে আরও সুদৃঢ় করবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host