ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫
ডেপুটি অ্যাটর্নি জেনালে হিসেবে পদোন্নতি পাওয়ায় সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিলেট ডিভিশনের আইনজীবী অ্যাডভোকেট সাইফ উদ্দিন রতনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ফুলের তোড়া দিয়ে সিনিয়র অ্যাডভোকেট সাইফ উদ্দিন রতনকে সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে সিলেটের জেলা ও দায়রা জজ আব্দুল হালিম চৌধুরী, সিলেট মহানগর দায়রা জজ মুন্সি আব্দুল মজিদ, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাধারণ সম্পাদক জুবায়ের বক্ত জুবের প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অ্যাডভোকেট মো. সাইফ উদ্দিন রতনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি বিগত এক বছর যাবৎ সহকারী (এসিস্ট্যান্ট) জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। কৃতি আইনজীবী অ্যাডভোকেট সাইফ উদ্দিন রতন একাধিক সরকারি-বেসরকারি সংস্থার আইন উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত আছেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host