বাদাঘাট পুলিশ ফাঁড়ির অভিযানে ডজনখানেক মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

বাদাঘাট পুলিশ ফাঁড়ির অভিযানে ডজনখানেক মামলার পলাতক আসামি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
“মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, চলবে”এই স্লোগানকে সামনে রেখে বাদাঘাট পুলিশ ফাড়ির বিশেষ অভিযানে হত্যা,ধর্ষণ,ডাকাতি,চুরি,চোরাকারবারি,মারামারি সহ প্রায় এক ডর্জন মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত চোরাকারবারির নাম মো আর্শ্বাদুল ইসলাম সোহাগ (২৭)। সে বাদাঘাট ইউনিয়নের জইতপুর গ্রামের মো আকরাম আলীর ছেলে।

রবিবার (১৪ ডিসেম্বর ) দিবাগত রাত সাড়ে ৩ টার সময় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জইতপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাদাঘাট পুলিশ ফাড়ি ইনচার্জ মো হাফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা,ধর্ষণ,নারী শিশু,চুরি,ডাকাতি,মারামারি সহ এক ডর্জন মামলার পলাতক আসামি আর্শ্বাদুল ইসলাম সোহাগকে গ্রেফতার করে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। যার মামলা নং-১১ তারিখ ২০/৯/২৫ ইং।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো আমিনুল হক বলেন, একাধিক মামলা পলাতক আসামি আর্শ্বাদুল ইসলাম সোহাগকে সকাল সাড়ে ১১ টায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি তাহিরপুর থানাকে মাদকমুক্ত রাখতে পুলিশের সার্বক্ষণিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর