ঢাকা ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
জুবায়ের আহমদ, জকিগঞ্জ
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইবাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি জোটের শরিকদের মধ্যে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জমিয়ত নেতা মাওলানা ইবাদুর রহমান বলেন, “এখন পর্যন্ত চারটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি আসনগুলো নিয়ে জোটের শরিকদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।”
উল্লেখ্য, সিলেট-৫ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে প্রার্থী ঘোষণা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের নাম চূড়ান্ত হওয়ায় জোটের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host