ঢাকা ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
লুৎফুর রহমান শাওন, ছাতক
সুনামগঞ্জের ছাতক উপজেলার হাওরগুলোতে বোরো ফসল রক্ষায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও নদী-খাল পুনঃখননের জন্য এখনও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন সম্পন্ন হয়নি। একই সঙ্গে শেষ করা হয়নি হাওর এলাকার সার্ভে ও মেজারমেন্ট কাজও। ফলে নির্ধারিত সময়ে অধিকাংশ হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারও পিআইসি গঠনে রাজনৈতিক চাপ বাড়ছে। তবে সরকারি নিয়ম রক্ষার্থে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেখার হাওরের কুড়িবিল (ক্লোজার) প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কাজটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প সভাপতি ডিপ্লোমেসি চাকমা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সরকারি কাবিটা নীতিমালা অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে হাওর এলাকায় ১৫ ডিসেম্বর কাজ শুরু করে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহের মধ্যে সার্ভে ও মেজারমেন্ট সম্পন্ন করার কথা থাকলেও তা শেষ করতে পারেনি পাউবো কর্তৃপক্ষ।
পাউবো জানায়, ২০২৪-২৫ অর্থবছরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও নদী-খাল পুনঃখননের জন্য ২৮টি পিআইসি প্রকল্পে ৩ কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ ছিল। চলতি অর্থবছরে ২৫টি প্রকল্প জেলা থেকে অনুমোদন পেলেও এখন পর্যন্ত মাত্র একটি পিআইসি অনুমোদন পেয়েছে। বাকি ২৪টি প্রকল্পে সার্ভে ও কমিটি গঠন হয়নি। চলতি বছরে এসব প্রকল্পে মোট বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৮৬ লাখ টাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় হাওর এলাকার কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরে কাবিটা প্রকল্পের আওতায় উপজেলার ১৩টি ইউনিয়নে দেখার হাওরে ১৩টি, চাউলির হাওরে ৮টি, নাইন্দার হাওরে ৩টি এবং কাচিভাঙ্গার হাওরে ১টিসহ মোট ২৫টি পিআইসি প্রকল্প অনুমোদন করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতিটি প্রকল্পের আগে মাইকিং করে গণশুনানি করার কথা থাকলেও অধিকাংশ প্রকল্পে তা এখনও সম্পন্ন হয়নি।
স্থানীয় কৃষকদের অভিযোগ, পিআইসি গঠনে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ছে। তারা বলছেন, যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত না করলে বোরো ফসল রক্ষা নিয়ে কৃষকদের দুশ্চিন্তা থেকেই যাবে।
উপজেলার হাওর বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, হাওর রক্ষা বাঁধ নিয়ে কৃষকেরা সবসময় দুশ্চিন্তায় থাকেন। সময়মতো টেকসই কাজ না হলে আসন্ন বোরো মৌসুমে ফসল মারাত্মক ঝুঁকিতে পড়বে।
এ বিষয়ে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কাবিটা কমিটির সদস্য সচিব সৈয়দুজ্জামান নাহিদ বলেন, হাওরে পানি থাকায় সার্ভে ও মেজারমেন্ট কাজে বিলম্ব হয়েছে। আশা করছি, চলতি সপ্তাহের মধ্যেই গণশুনানি শেষ করে পিআইসি কমিটি গঠন করা হবে এবং দ্রুত কাজ শুরু করা যাবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host