বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রুস্তমপুর কলেজে মহান বিজয় দিবস পালিত

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রুস্তমপুর কলেজে মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট
সারা দেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কলেজে ৫৪তম বিজয় দিৃবসের র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি পরবর্তী সময়ে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। তার মধ্যে ছেলেদের জন্য ফুটবল ও মেয়েদের জন্য বালিশ বদল ও হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজনে ১৩ জন প্রতিযোগীকে পুরস্কার বিতরন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচিতে উপস্থিত ছিলেন রুস্তমপুর কলেজের সাবেক অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, রুস্তমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কলেজের প্রভাষক সুলেমান উদ্দিন,লুৎফর রহমান, ইমরান আহমদ, আব্দুল মালিক, শাহ জামান, সাহাদাৎ হোসেন, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আব্দুল মন্নান, কৃষকদলের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের সভাপতি আব্দুল কাদির রাফি, সাধারণ সম্পাদক সুহেল আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর