ঢাকা ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভী ফুরকান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পালের চকে’র ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ, বিদায়ী অনুষ্ঠান ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসার হলরুমে গ্রামের মুরব্বী মখদ্দুস আলীর সভাপতিত্বে ও মাদ্রাসার সাবেক ছাত্র সামাদুর রহমানের সঞ্চালনায় প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের অর্থায়নে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফিজ শরিফ আহমদ, মাদ্রাসার ম্যানেজার জামাল উদ্দিন ও দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি তাওহিদুর রহমান রুহিন।
এ সময় বিনম্র শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণ করে ও দাদুভাই ছইল মিয়ার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন বক্তারা।
মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার,হিফজ সমাপনী শিক্ষার্থীদেরকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান,শিক্ষকদের সম্মাননা স্মারক,সমাজ সেবায় অসামান্য অবদানের জন্য দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান,মহান দিবস উপলক্ষে ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি ডা.সাইদুর রহমান সৈয়দ, সহ সভাপতি হাবিবুর রহমান,ক্যাশিয়ার আলী হোসেন,মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুল আওয়াল, হাফিজ মারজানুল হক, মাওলানা আফরুজ্জামান,বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আলতাব হোসেন ও কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম।
আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষিকা,শিক্ষার্থীসহ এলাকার মুরব্বিয়ান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host