স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহনন

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহনন

নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে পুলিশ এই লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তি তোফায়েল আহমদ (৪৬)। তিনি সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা ২৫/৩ এলাকার বাসা-৮৭/১ আব্দুল লতিফের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তোফায়েল আহমদ তার দ্বিতীয় স্ত্রী নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতেন। এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক ঝগড়ার সৃষ্টি হয়। তখন দুইজন রাগ করে দুই রুমে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এক পর্যায়ে তোফায়েল আহমদকে সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা এলাকায় বসত ঘরের ফ্যানের সাথে ঝুলতে দেখে পরিবারের লোকজন ও স্থানীয়রা মিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশকে খবর দিলে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে পুলিশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির বলেন, ‘এক ব্যক্তি ও তার স্ত্রীর ঝগড়ার জন্য দুইজনেই আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তোফায়েল আহমদের লাশটি ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় মামলা দায়ের পক্রিয়াধীন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর