ডেভিল হান্ট ফেজ-২ : সিলেটে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫

ডেভিল হান্ট ফেজ-২ : সিলেটে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেট মহানগর পুলিশ ডেভিল হান্ট ফেজ-২’র আওতায় অভিযান অব্যাহত রেখেছে। পুলিশের এই অভিযানে আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ও বুধবার (১৮ ডিসেম্বর) পৃথক এ অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেফতারকৃতদের বুধবার (১৮ ডিসেম্বর) মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীরা জিআর মামলা, বিস্ফোরক উপাদানাবলী আইন, ও পেনাল কোড মামলার সন্দিদ্ধ আসামী। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতরা হচ্ছে,৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন আহমদ (৪০),যুবলীগ কর্মী আহমেদ হোসেন মুন্না (৩১), ৩নং খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া (৬৪), আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলী বলি, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কামাল হোসেন (৫৬), মোঃ ইয়াহিয়া (৪২), সদর উপজেলা তাতী লীগের সভাপতি দিলোয়ার হোসেন (৪৫), বিজিতলাল উজ্জল ওরফে নিধিররঞ্জন (৩৫) ও নূরুল ইসলাম (৬০)।

সর্বশেষ ২৪ খবর