ঢাকা ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫
মৌলভীবাজার সংবাদদাতা
আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে মৌলভীবাজার জেলায় মঙ্গলবার ও বুধবার রাতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত দুইদিনে ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ মোহাম্মদ বিল্লাল হোসেন।
গ্রেফতারকৃরা হলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়, মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাজ্জাদুর রহমান, রাজনগর উপজেলার ৮নং মনসুরপুর ইউপি আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুন নূর গুলু, জুড়ী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ প্রকাশ ফয়সাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা জমসেদ খা, বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগ সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি চন্দন কুর্মী, কুলাউড়া ছাত্রলীগ কর্মী ইমন আহমেদ ও তাহসিন হাসান বিজয়, শ্রীমঙ্গল আওয়ামী লীগের কর্মী ইসমাইল হোসেন রাজন ও জুড়ী ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী অশোক দেববর্মা প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host