ঢাকা ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫
বিশেষ প্রতিনিধি, কোম্পানীগঞ্জ
ডেভিল হান্ট ফেজ-২ দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে উর্ধ্বতন পুলিশ প্রশাসনের নির্দেশে কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি’র নেতৃত্বে অভিযান পরিচালনা জোরদার করা হয়েছে। সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম জয়কে আটক হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে ৩ দিনে ৫ অভিযুক্তকে আটকের খবর নিশ্চিত হওয়া গেছে।
সোমবার দিবাগত রাত ১টায় দয়ার বাজার আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে সাবেক এই ছাত্রলীগ নেতা সজীবকে আটক করা হয়েছে। আটককৃতের বাবার নাম মুক্তিযোদ্ধা সামসুল হক।
এর আগে ২ দিনে ভোলাগঞ্জ এলাকার ২জন ও পাড়ুয়া এলাকার ২ জনকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে গ্রেফতার হওয়াদের মধ্যে ২ জন ছাত্রলীগ নেতা ২ জন যুবলীগ নেতা ও অপরজন শ্রমিক লীগ নেতা বলে পরিচয় পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে জুলাই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ডেভিলদের আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও আগাম জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সফলকরণে ফ্যাসিস্ট/ জুলাই যোদ্ধাদের হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host