ঢাকা ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
খলিফায়ে মাদানী আল্লামা মামরখানী (রহ.) ও শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী (রহ.)-এর স্মৃতিবিজড়িত জামেয়া ইসলামিয়া ফয়জে আম, মুনশীবাজার, জকিগঞ্জ, সিলেট-এর ৭০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন আগামী ২১ ও ২২ ডিসেম্বর মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাদ আ’ছর জামেয়া প্রাঙ্গণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে জামেয়ার নাইবে মুহতামিম ও লন্ডন প্রবাসী মুফতি আবদুল মুনতাকিম জানান, দেশ-বিদেশের বিপুল সংখ্যক উলামায়ে কেরাম ও ইসলামী স্কলার ইতোমধ্যে সম্মেলনে অংশগ্রহণের দাওয়াত গ্রহণ করেছেন। সম্মেলনের উভয় দিন অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। পাশাপাশি শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের মাধ্যমে ফুযালা, আবনা ও হুফফাজদের মাথায় দস্তারে ফযীলত পরিধান করানো হবে।
তিনি আরও জানান, সম্মেলন উপলক্ষে ইন্তেজামিয়া কমিটি, প্রচার উপকমিটি, অর্থ উপকমিটি ও প্রবাসী কমিটিসহ সংশ্লিষ্ট সব কমিটি সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। পুরো মুনশীবাজার এলাকা এখন সম্মেলনকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে। সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের তথ্য দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে মিডিয়া সেল সক্রিয়ভাবে কাজ করছে। অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় সংবাদমাধ্যমে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। সম্মেলনের বিভিন্ন আয়োজন, অতিথিদের আগমন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো লাইভ কভারেজেরও পরিকল্পনা রয়েছে।
এছাড়া সংবাদ সংগ্রহ ও প্রচারের সুবিধার্থে সাংবাদিক, মিডিয়া প্রতিনিধি ও ফটোগ্রাফারদের জন্য আলাদা মিডিয়া ডেস্ক স্থাপন করা হবে।
এসময় জামেয়ার নাইবে মুহতামিম মাওলানা আব্দুল হান্নান বলেন, এই সম্মেলন একটি ঐতিহাসিক ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে ইনশাআল্লাহ। গত ৭০ বছরে এ প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা গ্রহণ করে দেশে-বিদেশে দ্বীনের খেদমতে নিয়োজিত হয়েছেন, তাদের একত্রিত করার এই আয়োজন নিঃসন্দেহে আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ। একে অপরের সঙ্গে সাক্ষাতের এই সুযোগ সবার জন্যই এক বড় সৌভাগ্যের বিষয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host