গোয়াইনঘাটে দারুস সুন্নাহ মুহাম্মদ আলী আহসান হাফিজিয়া মাদ্রাসার বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫

গোয়াইনঘাটে দারুস সুন্নাহ মুহাম্মদ আলী আহসান হাফিজিয়া মাদ্রাসার বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট
গোয়াইনঘাটে দারুস সুন্নাহ মুহাম্মদ আলী আহসান হাফিজিয়া ইন্টান্যাশনাল মাদ্রাসা পীরের বাজার বিজয় দিবস উদযাপন সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সারা দেশের ন্যায় দারুস সুন্নাহ মুহাম্মদ আলী হাসান হাফিজিয়া ইন্টারন্যাশনাল মাদরাসা বর্ণিল আয়োজনে সকালে র‌্যালি ও দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করে প্রতিষ্ঠানটি।
বেলা ২টায় মাদ্রাসা প্রাঙ্গনে মাস্টার আব্দুল্লাহর পরিচালনায় ও মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে মহান বিজয় দিবসে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনার দায়িত্বরত মুহতামিম মাওলানা মুফতি উমর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুরব্বি জয়নুল্লাহ, সাজিদুর রহমান, খলিলুর রহমান,মোঃ সাদ্দাম আহমদ মোঃ ফারুক আহমদ প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর