ঢাকা ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের অর্থনীতি ও নিরাপত্তার স্বার্থে বিজিবির এই কঠোর অবস্থানের অংশ হিসেবে এক বিশাল অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালিত হয় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যা সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করেছে। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ ব্যাটালিয়ন সদর এবং বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে পরিচিত বিজিবির এই অভিযানে অংশ নেয় বিছনাকান্দি, উৎমা, সোনালীচেলা, সংগ্রাম, সোনারহাট, পান্থমাই, বাংলাবাজার এবং প্রতাপপুর বিওপির টহল দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমাণ পণ্যসামগ্রী জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে ভারতীয় বিভিন্ন ধরনের মেডিসিন, কসমেটিকস, ফল, পেঁয়াজ, সুপারি, গরু, কম্বল, চকলেট, সোয়েটার, বিড়ি, জিরা ও জুস।
এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ এবং চোরাচালানে ব্যবহৃত বারকী নৌকাও আটক করা হয়েছে। বিজিবির দেওয়া তথ্যমতে আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লক্ষ ৮০ হাজার ৫১০ টাকা।
এই অভিযানের বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক অত্যন্ত দৃঢ় ও দেশপ্রেমমূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, মহান বিজয় দিবসের এই পবিত্র দিনে আমাদের শপথ হলো দেশের মাটির অখণ্ডতা রক্ষা করা। সীমান্তের প্রতিটি ইঞ্চিতে আমাদের জওয়ানরা দিন-রাত নির্ঘুম থেকে পাহারায় লিপ্ত রয়েছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চোরাচালান ও মাদক নির্মূলে আমরা আপসহীন। আজকের এই অভিযান আমাদের সেই ধারাবাহিক প্রতিশ্রুতিরই অংশ এবং ভবিষ্যতেও দেশের স্বার্থে আমাদের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত চোরাচালানী মালামালগুলোর বিষয়ে প্রচলিত আইন ও বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবির এই তৎপরতা স্থানীয় জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তাদের ভূমিকা প্রশংসিত হচ্ছে।
রোদ-বৃষ্টি আর ঝড় উপেক্ষা করে সীমান্তে যারা আমাদের নিরাপদে রাখেন, বিজিবির সেই অকুতোভয় সৈনিকদের দেশপ্রেম ও ত্যাগের বিনিময়েই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। তাদের এই অবিচল দায়িত্ববোধ ও সাহসিকতা আজ আবারও প্রমাণিত হলো, যা দেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে শ্রদ্ধার আসন গড়ে দিয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host