কুলাউড়ায় মোটরসাইকেল ধাক্কায় ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫

কুলাউড়ায় মোটরসাইকেল ধাক্কায় ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ফার্মেসি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুলাউড়া শহরে নিজস্ব ফার্মেসীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুর রহমান ফুল(৫০) উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পুরষাই গ্রামের বাসিন্দা।
জানা যায়, বুধবার রাতে নিজস্ব ফার্মেসির সামনের প্রধান সড়ক পারাপারের সময় সাইফুর রহমানকে দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।বৃহস্পতিবার দুপুরে মরহুমের জানাযা ও দাফন কাজ সম্পন্ন হয়।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে। এদিকে ফার্মেসী ব্যবসায়ী সাইফুর রহমানের মৃত্যুর খবর পেয়ে শহরের ব্যবসায়ীসহ সুধী সমাজের নেতৃবৃন্দরা বেপেরোয়া কমবয়সী তরুণদের মধ্যে সচেতনতা তৈরীর পাশাপাশি তাদের আইনের আওতায় আনার দাবী জানান।
এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে, বিশেষত স্কুল, হাসপাতাল, বাজার সংলগ্ন এলাকায়, বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা এড়াতে স্পিড ব্রেকার (গতি প্রতিরোধক) নির্মাণের জোর দাবি করেন।

সর্বশেষ ২৪ খবর