শনিবার বিদ্যুৎ থাকবে না নগরের যেসব এলাকায়

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫

শনিবার বিদ্যুৎ থাকবে না নগরের যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
ট্রান্সফরমার সংরক্ষণ ও মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার (২০ ডিসেম্বর) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় শনিবার বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধিন জল্লারপাড়, কিনব্রিজ, নবাব রোড, লালাদিঘীরপাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউজ, কলাপাড়া, ভাতালিয়া ফিডারের সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, সিলেট বেতার, সাগর দিঘীরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদনমোহন কলেজ, লামাবাজার, মাছুদিঘীরপাড়, রামেরদিঘীরপাড়, তালতলা, তেলিহাওর, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়ার পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, লালাদিঘীরপাড়, নবীন আবাসিক এলাকা, ভাঙাটিকর, ঘাসিটুলা ও শামীমাবাদসহ এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

সাটডাউন চলাকালে অনাকাংখিত ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইন সচল বলে ধরা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সহযোগীতা চেয়েছেন।

নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহের কথাও জানিয়েছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী।

সর্বশেষ ২৪ খবর