ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে জকিগঞ্জে খেলাফত মজলিসের কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মুফতি আবুল হাসান বলেন, বিগত ৩৫ বছর ধরে তিনি জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ দীর্ঘ সময়ে এলাকার মানুষের সুখ-দুঃখ, আশা-নিরাশার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকেছেন তিনি। একজন সমাজসচেতন নাগরিক হিসেবে জকিগঞ্জ ও কানাইঘাটের দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্দশা তাকে গভীরভাবে নাড়া দেয়।
অবহেলিত এ জনপদের মানুষের ন্যায্য অধিকার আদায়ে সংসদে একটি বলিষ্ঠ কণ্ঠস্বর প্রয়োজন বলেই তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, গত ৩ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
বর্তমানে জকিগঞ্জ ও কানাইঘাটের সাধারণ মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত সাড়া ও সমর্থন লক্ষ্য করা যাচ্ছে, তাতে তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও পেশাগত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host