ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬
বিজয়ের কণ্ঠ ডেস্ক
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড কতৃক প্রতিভার সন্ধানে “জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫” এর গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হয়েছে। বোর্ডের জয়েন্ট সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলীর তত্ত্বাবধানে বুধবার (৭ জানুয়ারি) সিলেট সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার কনফারেন্স হলে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাকেব কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ ও সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের যৌথ পরিচালনায় উত্তীর্ণদের বিজয়ী স্মারক প্রদান করেন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।
অনুষ্ঠানে অতিথি ছিলেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, বাদেদেওরাইল ফুলতলী কামিল (এমএ) মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
সকালে প্রতিযোগিতা পরিদর্শন করেন বোর্ডের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। এতে আরও উপস্থিত ছিলেন, লতিফিয়া এতিমখানা হিফযুল কুরআন মাদরাসার শিক্ষক হাফিয আশিকুর রহমান, বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিজ মাওলানা আবু সাঈদ সেলিম, হাফিজ ছায়ফুল আলম, হাফিয মাও. বুরহান উদ্দিন, হাফিজ মুহাম্মদ আজাদ আলী, বোর্ডের অফিস সম্পাদক মাও. সাইদুর রহমান। ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের ৮৫০টি মাদরাসার ৯ হাজার শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্য হতে ১৩৫৯ জন প্রতিযোগী জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জেলা পর্যায়ে বিজয়ী ৮০জন প্রতিযোগী সেমিফাইনালে অংশগ্রহণ করেন। সেমিফাইনালে বিজয়ী ৪২জনকে নিয়ে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ফাইনালে ৪২ জনের মধ্য হতে ২১জন প্রতিযোগী জাতীয় পর্যায়ে বিজয় লাভ করেন।
হিফয তাকমীল জামাতে ১ম স্থান অর্জন করেন কুলাউড়া উপজেলাধীন এম জি হিফযুল কুরআন একাডেমী’র ছাত্র মাহবুবুর রহমান রাদি, ২য় স্থান অর্জন করেন ছাতক উপজেলার কেজাউরা হাফিযিয়া মাদরাসার ছাত্র মোজাম্মিল আহমদ, ৩য় স্থান অর্জন করেন সিলেট সদর উপজেলাধীন সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসার ছাত্র মো. ইয়ামিন রহমান এবং বিশেষ স্থান অর্জন করেন, শায়েস্তাগঞ্জ উপজেলাধীন তানযিলুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদরাসার ছাত্র সালমান ফার্সি শিহাব ও মো. রিফাত মিয়া এবং ছাতক উপজেলাধীন খারগাঁও মৌলভী নাছির উদ্দিন র. হাফিযিয়া মাদরাসার ছাত্র তাহমিদ হাসান।
হিফয উচ্চ মাধ্যমিকে ১ম স্থান অর্জন করেন, বিশ্বনাথ উপজেলাধীন হাসানাইন তাহফিযুল কুরআন মাদরাসার ছাত্র রেদোয়ান আহমদ, ২য় স্থান অর্জন করেন সিলেট সদর উপজেলাধীন সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসার ছাত্র মাহমুদুল হাসান, ৩য় স্থান অর্জন করেন ছাতক উপজেলাধীন ঝামক ইসলামিয়া হাফিযিয়া মাদরাসার ছাত্র হাবিবুর রহমান মারজান এবং বিশেষ স্থান অর্জন করেন বিশ্বনাথ উপজেলাধীন নতুন হাবড়া বাজার হাফিযিয়া দাখিল মাদরাসার ছাত্র মো. নাবিল হোসেন ও ছাতক উপজেলাধীন ঝামক ইসলামিয়া হাফিযিয়া মাদরাসার ছাত্র হুসাইন আহমদ তানভীর।
হিফয মাধ্যমিকে ১ম স্থান অর্জন করেন ছাতক উপজেলাধীন ঝামক ইসলামিয়া হাফিযিয়া মাদরাসার ছাত্র আব্দুল্লাহ আল মুয়াজ , ২য় স্থান অর্জন করেন শায়েস্তাগঞ্জ উপজেলাধীন তানযিলুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদরাসার ছাত্র তামিম হোসেন অপূর্ব, ৩য় স্থান অর্জন করেন জকিগঞ্জ উপজেলাধীন মোশাহিদিয়া হিফযুল কুরআন মাদরাসার ছাত্র মুহিব্বুল ইসলাম রেদওয়ান এবং বিশেষ স্থান অর্জন করেন ছাতক উপজেলাধীন খারগাঁও মৌলভী নাছির উদ্দিন র. হাফিযিয়া মাদরাসার ছাত্র নাহিদ আহমদ ও মাহফুজ আল সাইফ।
হিফয ইবতেয়ীতে ১ম স্থান অর্জন করেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন ঝামক ইসলামিয়া হাফিযিয়া মাদরাসার ছাত্র আরাফাত হুসেন তুহেল, ২য় স্থান অর্জন করেন ছাতক উপজেলাধীন শাহজালাল দারুস সুন্নাহ হাফিযিয়া মাদরাসার ছাত্র মো. রিজওয়ান, ৩য় স্থান অর্জন করেন দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর আদর্শ হাফিযিয়া মাদরাসার ছাত্র মেহদী হাসান শাহরান এবং বিশেষ স্থান অর্জন করেন ছাতক উপজেলাধীন শাহজালাল দারুস সুন্নাহ হাফিযিয়া মাদরাসার ছাত্র তাওহিদুল ইসলাম ও শায়েস্তাগঞ্জ উপজেলাধীন তানযিলুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদরাসার ছাত্র শাহ উবায়দুর রহমান।
বিচারকের দায়িত্বপালন করেন শাহজালাল রহমানিয়া দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা আব্দুল মুক্তাদির, মাদরাসা-ই দারুল মোস্তাফা’র শিক্ষক হাফিয মাও. আব্দুল মুকিত, বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিয মাওলানা জাহাঙ্গীর আলম, ইয়াকুবিয়া হিফযুল কুরআন মাদরাসা ধারন-এর প্রধান শিক্ষক হাফিয আব্দুল আজিজ, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড রাজনগর উপজেলার সাধারণ সম্পাদক হাফিয মাও. জাকির হুসাইন, হাসানাইন তাহফিযুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা ইউসুফ মো. শাহান, সাওতুল মদীনা তাহফিযুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিয আশফাকুজ্জামান আদনান, ছালেহ আহমদ মহসিন উদ্দিন হিফযুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিয রওনক আহমদ জামি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host