ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৬
বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক অন্যের কৃষি জমির চরম ক্ষতি সাধন করে পুরাতন রাস্তা রেখে নতুন রাস্তা করা অভিযোগ উঠেছে। চলাচলের পুরাতন রাস্তা থাকা সত্ত্বেও নিরীহ এক কৃষকের রেকর্ডিও কৃষি জমি লণ্ডভণ্ড করে জোরপূর্বক নতুন রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে খোদ কোম্পানীগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমানের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাজনগর এলাকায়। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর এলাকার বাসিন্দা মো. নুরুজ্জামানের বাগান বাড়ির পূর্ব পাশ দিয়ে চলাচলের জন্য দীর্ঘদিনের একটি পুরাতন সরকারি রাস্তা বিদ্যমান আছে।
অভিযোগ রয়েছে, থানা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান সেই পুরাতন রাস্তাটি উপেক্ষা করে সম্পূর্ণ বেআইনি ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভুক্তভোগী নুরুজ্জামানের মালিকানাধীন ৭৭ ও ৭৯ নং দাগের ফসলি জমিতে নতুন রাস্তা করার জন্য এক্সভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি কাটা শুরু করেন। এতে ওই কৃষকের ফসলি জমির ব্যাপক ক্ষতিসাধন হয়।
জমির মালিক মো. নুরুজ্জামান জানান, গত ৩১ ডিসেম্বর দুপুরে তিনি পৈতৃক সম্পত্তি রক্ষায় অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন জামায়াত নেতা ফয়জুর রহমান ও তার অনুসারীরা। এসময় তারা নুরুজ্জামানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সামাজিকভাবে হেয় করতে তাকে ‘ডেভিল’ আখ্যা দেন। এমনকি তাকে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করেন বলে ভুক্তভোগীর অভিযোগ। প্রভাবশালী এই নেতার রোষানলে পড়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাবেক মেম্বার আব্দুল মতিনের সময়ে করে দেওয়া রাস্তাটি পাশেই পড়ে আছে। অথচ সেই পুরাতন রাস্তা ব্যবহার না করে ক্ষমতার প্রভাবে নুরুজ্জামানের ব্যক্তিগত কৃষি জমির ওপর দিয়ে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশী ইয়াছিন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে আগে থেকেই চলাচলের জন্য পুরাতন রাস্তা আছে কিন্তু সেই রাস্তা বাদ দিয়ে হঠাৎ করে নুরুজ্জামানের ব্যক্তিগত জমির ওপর দিয়ে নতুন রাস্তা করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়।”
ভুক্তভোগী নুরুজ্জামান প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন,“আমার কৃষি জমি নষ্ট করে এবং আগের রাস্তা বাদ দিয়ে গায়ের জোরে আমার জমির ওপর দিয়ে রাস্তা নেওয়া হচ্ছে। বাধা দিলে উল্টো আমাকেই এলাকা ছাড়া করার ও মামলার হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে এই অন্যায়ের সুষ্ঠু বিচার এবং আমার জান-মালের নিরাপত্তা চাই।”
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জামাতের আমির ফয়জুর রহমানের সথে যোগাযোগ করলে,তিনি সাংবাদিকদের সামনে কথা বলতে রাজি হননী।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন, “অফিসিয়ালি আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি, তবে বিষয়টি আমি মৌখিকভাবে কিছুটা শুনেছি। এ ব্যাপারেব লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host