ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬
মৌলভীবাজার সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাইবাছাই শেষে মৌলভীবাজার জেলার ৪টি আসনের ৩১ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটানিং অফিসার (ডিসি)।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাইয়ের মময় ৪টি আসনের মোট ৩১ জন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। যাচাই বাছাইয়ে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় ও যথা নিয়মে ফরম পূরণ না করা, হলফ নামার কাগজপত্র ত্রুটি থাকায় ৪টি আসনের ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে যাচাই বাছাই শেষে ৭ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। এ আসনে কোন প্রার্থী বাতিল হননি। বৈধ প্রার্থীরা হলেন-নাসির উদ্দিন আহমেদ, (বিএনপি), মোহাম্মদ আমিনুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), লোকমান আহমদ (খেলাফত মজলিস), বেলাল আহমদ (স্বতন্ত্র),সাইফুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস),আহমদ রিয়াজ (জাতীয় পার্টি), মো: শরিফুল ইসলাম (গণফ্রন্ট)। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে যাচাই বাছাই শেষে ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-মো. শওকতুল ইসলাম শকু (বিএনপি), মো. সায়েদ আলী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. ফজলুল খান (স্বতন্ত্র), সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মো. আব্দুল মালিক (জাতীয় পার্টি),আব্দুল কুদ্দুস ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর),নওয়াব আলী আব্বাছ খাঁন (স্বতন্ত্র)। ত্রুটিপূর্ণ থাকায় বাতিল হয় এম জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র) প্রার্থী। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ২০ জন।
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে যাচাই বাছাই শেষে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-এম নাসের রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মো. আব্দুল মান্নান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, (বাংলাদেশ খেলাফত মজলিস), জহর লাল দত্ত, (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি),আহমদ বিলাল (বাংলাদেশ খেলাফত মজলিস)। ত্রুটিপূর্ণ থাকায় বাতিল হন রেজিনা নাসের (স্বতন্ত্র), মো. ইলিয়াছ হোসেন (ইসলামী ফন্ট বাংলাদেশ)। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২১২ জন।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে যাচাই বাছাই শেষে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন – মো. মুজিবুর রহমান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সাবেক মেয়র, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু (স্বতন্ত্র), শেখ নূরে আলম হামিদী (বাংলাদেশ খেলাফত মজলিস), মোহাম্মদ আব্দুল রব (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোহাম্মদ জরিফ হোসেন (জাতীয় পার্টি), মো. আবুল হোসেন (বাসদ), প্রীতম দাস জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ত্রুটিপূর্ণ থাকায় বাতিল হন মো. মুজিবুর রহমান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীর ছেলে মুঈদ আশিক চিশতী (স্বতন্ত্র) ও বিএনপির অপর প্রার্থী লন্ডন প্রবাসী জালাল উদ্দিন আহমদ জিপু। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন।
মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: তৌহিদুজ্জামান পাভেল বলেন, মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার ৪টি আসন থেকে পৃথক ভাবে মনোনয়পত্র ৩১ জন প্রার্থী জমা দেন। জেলায় ৪টি আসনের মোট ভোটার ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন। নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং হিজরা ৮ জন।
যাচাই বাছাইয়ে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় ও যথা নিয়মে ফরম পূরণ না করা, হলফ নামার কাগজপত্র ত্রুটি থাকায় ৪টি আসনের ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host