ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সিলেটে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে একটি প্রতিষ্টানকে জরিমানা করেছে জেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযানে দক্ষিণ সুরমার মোমিনখলাস্ত ঢাকা-সিলেট বাইপাস রোডের গ্যাস ডিপো এমএস বিএইচডি অক্সিজেন ডিপোকে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির কারণে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার রেজাই রাব্বি। এসময় সার্বিক সহযোগীতায় ছিল সিলেট মহানগর পুলিশ।
রেহাই রাব্বি গণমাধ্যমকে জানান, অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেছে। তবে মালিক না থাকায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কেবল জরিমানা আদায় করা হয়েছে।
তবে আগামীতে প্রশাসন আরও কঠোর হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host