ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ছয় সংসদীয় আসনে সাতজনের মনোনয়ন বাতিল এবং পাঁচজনের মনোনয়ন আপাতত স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বাকি ৩৫ জনের আবেদন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলমের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান তিনি।
দ্বৈত নাগরিকত্ব বাতিলের তথ্যের অভাবে যাদের মনোনয়ন আপাতত স্থগিত করা হয়েছে, তাদের ব্যাপারে আগামীকাল সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব বাতিলের তথ্যের অভাবে আপাতত স্থগিত করা হয়েছে।
সিলেট-২ আসনে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে নিখোঁজ ইলিয়াস আলীর ছেলে স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াস এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস শহীদের মনোনোয়ন বাতিল হয়েছে। এই দুইজন এক শতাংশ ভোটারদের স্বাক্ষরের বাধ্যবাধকতায় অসঙ্গতি পাওয়া গেছে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র আপাতত স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। দ্বৈত নাগরিকত্ব বাতিলের তথ্যের অভাবে আপাতত স্থগিত করা হয়েছে।
এছাড়া এক শতাংশ ভোটারদের দেওয়া তথ্যে গরমিল থাকায় এ আসনে দুই স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকরের মনোনয়ন পত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
সিলেট-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা সাইদ আহমদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তার মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।
এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান মনোনয়নপত্র আপাতত স্থগিত করা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির দেয়া কাগজপত্রে অসঙ্গতি থাকার কারণে।
সিলেট ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সাউফুদ্দিন খালেদ ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
সিলেট-৬ আসনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের এবং আয়করের কাগজ সংক্রান্ত জটিলতায় বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন আপাতত স্থগিত করা হয়েছে। এই আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host