শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আত্ন-অনুসন্ধান এবং যত্নশীল সমাজ নবীন-প্রবীন কথোপকথন শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: ফাতেমাতুজহুরা।
বিশেষ অতিথির বক্তব্য শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: তারিক জামিল অপু, পাগলা বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি নিখিল বাবু, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সুমেল আহমদ।
উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি সমাজসেবা অফিসের কর্মী শাহ আলম চিশতী, জয়ন্ত চৌধুরী, হিল্লোল পুরকায়স্থ, তাহরিম, হাজী আক্রম আলী এতিম খানার সকল শিক্ষার্থী সহ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর