ঢাকা ৪ঠা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬
ওসমানীনগর প্রতিনিধি
“জাতীয় সমাজসেবা দিবস ২০২৬” উপলক্ষে সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জয়তি দত্ত, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এস এম মশিউর আলম মুছা (ইউএসসিএ), স্বপ্না দেবী (ইউএসসিএ), মো. শাহিন মিয়াসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
বক্তারা বলেন, “প্রযুক্তিনির্ভর ও সমতাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে সরকারের নানা উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা প্রশংসনীয়।”
আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে বিভিন্ন সেবার তথ্য উপস্থাপন ও সচেতনতামূলক প্রচার চালানো হয়।
বক্তারা বলেন, জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্য “প্রযুক্তি ও সমতায়, কল্যাণে ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” অত্যন্ত সময়োপযোগী ও বাস্তবসম্মত। বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনী সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে মানুষকে দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে সেবা প্রদান করা সম্ভব হচ্ছে।
তারা আরও বলেন, সমাজসেবা শুধু দান-অনুদানে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি দায়িত্ব ও মানবিকতা। সমাজে শান্তি-শৃঙ্খলা, ন্যায়বিচার ও সাম্যের ভিত্তিতে একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণে সমাজসেবার গুরুত্ব অপরিসীম। সমাজের বিত্তবান, যুবসমাজ, এবং প্রবাসীসহ সকলকে সম্মিলিতভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সফল প্রকল্প, যেমন বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, ক্ষুদ্রঋণ কর্মসূচি ও দারিদ্র্য বিমোচন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং এসব কার্যক্রমকে আরও বিস্তৃত ও টেকসই করার ওপর জোর দেন।
সভা শেষে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host