সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সাংবাদিক ক্যারলের অভিনন্দন

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সাংবাদিক ক্যারলের অভিনন্দন

সিলেট প্রেসক্লাবের ইতিহাসে ৭ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদ এর সম্পাদক সিনিয়র সাংবাদিক মুকতাবিস-উন-নূর। একই সাথে সর্বোচ্চ ভোটে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।
তাদের এ অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট মিডিয়া ও কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, “এটি কেবল ব্যক্তিগত সম্মান নয়, বরং সিলেটের সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপনাদের প্রতি অগাধ আস্থা, শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন। আপনাদের অভিজ্ঞতা, দূরদর্শী ও নৈতিক নেতৃত্বে সিলেটের গৌরবময় সাংবাদিকতার ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। সত্য, সাহস ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় আপনাদের নেতৃত্ব সিলেটের সাংবাদিকতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আমাদের বিশ্বাস।”
উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন :
এর আগে বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাব ভবনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন :
সিনিয়র সহসভাপতি এম. এ. হান্নান, সহসভাপতি মো. ফয়ছল আলম, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান।
সদস্য পদে নির্বাচিত হয়েছেনÑ আমজাদ হোসাইন, আনাস হাবিব কলিন্স ও আব্দুল আউয়াল শিপার।
সাংবাদিক ক্যারল নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও সফল মেয়াদ কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর