কমলগঞ্জ থেকে গুলিসহ ৬টি এয়ারগান উদ্ধার করল র‌্যাব

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫

কমলগঞ্জ থেকে গুলিসহ ৬টি এয়ারগান উদ্ধার করল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
গুলিসহ আরও ৬টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯। রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া সেল।
তারা জানায়, শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চারিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার গুলের হাওরের বলদার পুকুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০টি গুলি ও ৬টি এয়ারগান উদ্ধার র‌্যাব-৯ সিপিসি-২ মৌলভীবাজারের একটি দল।

এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নাশকতার কাজে এই অস্ত্রগুলো ব্যবহার করার উদ্দেশ্যে কেউ সংসগ্রহ করতে পারে বলে ধারনা করছে র‌্যাব।

এ ব্যাপারে একটি জিডি দায়ের করে গুলিসহ অস্ত্রগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর