রাজশাহীকে পরাজয়ের স্বাদ দিয়ে ঢাকার শুরু

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫

রাজশাহীকে পরাজয়ের স্বাদ দিয়ে ঢাকার শুরু

নিজস্ব প্রতিবেদক
মুদ্রার উল্টো পিঠ দেখল রাজশাহী ওয়ারিয়র্স। জয় দিয়ে বিপিএল শুরু করা দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে পরাজয় দেখেছে। ঢাকা ক্যাপিটালসের কাছে ৫ উইকেটের হার দেখেছে নাজমুল হোসেন শান্তর দল। বিপরীতে ৭ বল হাতে রেখে জয় দিয়ে বিপিএল শুরু করল ঢাকা।
সিলেটে ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। দলীয় ৫ রানে ড্রেসিংরুমের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে ৩৭ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামলান উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন। পাকিস্তানের ওপেনার উসমানের ১৮ রানের বিপরীতে সর্বোচ্চ ৪৫ রান করেন আব্দুল্লাহ।
শেষ দিকে ২১০.০০ স্ট্রাইকরেটে জয়ের কাজটা সারেন সাব্বির রহমান। ১ চার ও ২ ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন তিনি। বিনুরা ফার্নান্দোকে লং অফ দিয়ে নিজের দ্বিতীয় ছক্কা হাঁকিয়ে ম্যাচও শেষ করেন সাব্বির। তার সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়েন ১৭ রান করা বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি।
অন্যদিকে বোলিংয়ে ২ উইকেট নেওয়া নাসির হোসেন করেছেন ১৯ রান। তবে ঢাকার জয়ের কাজটা বলা যায় আগেই সারেন বোলাররা। বিশেষ করে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া ইমাদ ওয়াসিম। পাকিস্তানের সাবেক বাঁহাতি স্পিনার প্রথম বলে উইকেট নেওয়ার পর মাঝে বাকি দুটি নিয়ে রাজশাহীর ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন। তাকে এ সময় সঙ্গ দেন নাসিরসহ অন্যরা।
ঢাকার হয়ে বোলিং করা ৫ বোলারই কমপক্ষে একটি করে উইকেট পেয়েছেন। শুক্রবার সিলেটের দেওয়া ১৯১ রান তাড়া করে জয় পাওয়া রাজশাহী। আজ ১৩৩ রানে আটকে যায় ঢাকার দুর্দান্ত ও মিতব্যয়ী বোলিংয়ে। রাজশাহীর পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও কেউই কমপক্ষে ৪০ রানের কোটা স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ ৩৭ রান করেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান ও রাজশাহীর অধিনায়ক শান্ত।
এদিকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারায় রাজশাহী। ১৯১ রানের লক্ষ্য তাড়া করে মাত্র দুই উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে পদ্মা পাড়ের দলটি। শান্ত অপরাজিত থাকেন ১০১ রানে, মুশফিক করেন অপরাজিত ৫১।
রান তাড়ায় রাজশাহীর শুরুটা ছিল নড়বড়ে। মাত্র ১৯ রানের মাথায় ফিরে যান তানজিদ হাসান তামিম। এরপর অধিনায়ক শান্ত ও শাহিবজাদা ফারহানের জুটিতে ইনিংসের ভিত গড়ে ওঠে। তবে ২০ রান করে ফারহান আউট হলে আবারও চাপে পড়ে রাজশাহী। সেখান থেকে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শান্ত।
ধীরে সুস্থে ইনিংস গড়ে তোলার পর আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন রাজশাহীর অধিনায়ক। ৩৬ বলেই পূর্ণ করেন ফিফটি, এরপর রান তোলার গতি বাড়ান আরও। শেষ পর্যন্ত ৫৮ বলে ১০ চার ও ৫ ছক্কায় নিজের বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। ৬০ বল মোকাবিলায় ১০১ রানে অপরাজিত থাকেন শান্ত।
অন্যপ্রান্তে মুশফিকুর রহিম খেলেন ম্যাচ জেতানো এক ইনিংস। ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় তার অপরাজিত ৫১ রান নিশ্চিত করে রাজশাহীর বড় জয়।
সিলেটের পক্ষে খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নিলেও বাকি বোলাররা শান্ত-মুশফিক জুটির সামনে অসহায় ছিলেন। মোহাম্মদ আমির ও নাসুম আহমেদ ছিলেন ব্যয়বহুল।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে ১৯০ রান সংগ্রহ করে সিলেট টাইটান্স। ৩৩ বলে ৫ ছক্কা ও ৪ চারে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ইমন। এছাড়া রনি তালুকদার ৪১, আফিফ হোসেন ৩৩ ও সাইম আইয়ুব করেন ২৮ রান।
রাজশাহীর বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন সন্দ্বীপ লামিচানে, ৩৮ রান দিয়ে নেন ২ উইকেট। একটি করে উইকেট শিকার করেন বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব।
উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রাতে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর