সিলেট-২ আসন : ইলিয়াস পুত্র আবরারসহ দুজনের মনোনয়ন বাতিল

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

সিলেট-২ আসন : ইলিয়াস পুত্র আবরারসহ দুজনের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ নির্বাচনে সিলেট-২ আসনে কাগজপত্রে অমিল ও এক শতাংশের স্বাক্ষর ভুয়া প্রমাণিত হওয়ার কারণে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ত্রয়োদশ নির্বাচনে সিলেট-২ আসনে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছেলে ও স্বতন্ত্র প্রার্থী মো. আবরার ইলিয়াসের মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর ভুয়া প্রমাণিত হয় এবং তিনি প্রবাসী থাকার ফলে তার মনোনয়ন বাতিল করা হয়।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদের কাগজপত্রে অমিল থাকার কারণে তারও মনোনয়ন বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, লুনার স্বামী ও আবরারের বাবা এম ইলিয়াস আলী ২০০১-২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০১০ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানী ঢাকার ডিওএইচএস এলাকা থেকে মধ্যরাতে তিনি ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর