শাহী ঈদগাহ থেকে ৭ শীলং তীর জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

শাহী ঈদগাহ থেকে ৭ শীলং তীর জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সিলেটের শাহী ঈগগাহ থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। শনিবার (৩ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শুকবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, তাদের শীলং তীরজুয়া খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন জকিগঞ্জের কসকনকপুর মৌলভীরচক এলাকার তজম্মুল আলী ও কুলসুমা বেগমের ছেলে এবং বর্তমানে শাহপরাণ থানার পীরেরবাজার এলাকার টিকরপাড়া এলাকার বাসিন্দা জামাল আহমদ (৪০), এয়ারপোর্ট থানার হোসনাবাদ আবাসিক এলাকার ৭নং বাসার মৃত রহিম মিয়া ও মৃত আমেনা বেগমের ছেলে ফিরোজ মিয়া (৩৯), হাজারীবাগ আবাসিক এলাকার ১৩নং বাসার মৃত আব্দুল জব্বার ও আশকরী বেগমের ছেলে মিলাদ আহমদ (৪০), জামালপুর জেলার মেলান্দহ থানার চরপাকুশিয়া মহিরামপুর এলাকার মৃত মো. জিয়াউল হক ও কমলা খাতুনের ছেলে বর্তমানে নগরীর শাহী ঈদগাহের ক্যাফে রহমানিয়া হোটেলের বাবুর্চি মো. আবু তালেব (৪৫), কুমিল্লার নাঙ্গলকোট থানার সাতেশ্বর এলাকার মৃত আব্দুল মতিন ও নূরজাহান বেগমের ছেলে বর্তমানে নগরীর হাজারীবাগ আবাসিক এলাকার ৪১নং বাসার বাসিন্দা দিনার আহমদ (২৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ফান্দাউক এলাকার মৃত রফিক মিয়া ও আলেমা বেগমের ছেলে বর্তমানে নগরীর শাহী ঈদগাহ লালটিলা এলাকার খসরু মিয়ার কলোনির ভাড়াটিয়া আল আমিন (৩০), হবিগঞ্জের মাধবপুর থানার তেলিয়াপাড়া বাগবাড়ী এলাকার মৃত সাবেদ আলী ও রানু বেগমের ছেলে বর্তমানে সিলেট মহানগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকার বড়বাড়ীর বাসিন্দা মো. মো. মাসুক মিয়া (৩৩)।

তাদের সবার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় ননএফআইআর মামলা (নং ৮/৩/১/২৬) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ কারা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর