ঢাকা ৪ঠা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬
শাল্লা প্রতিনিধি
প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমাজসেবা কার্যালয়, শাল্লা, সুনামগঞ্জের উদ্যোগে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আত্মঅনুসন্ধানমূলক আলোচনা শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক উদ্যোগে সেলাই মেশিন, শীতবস্ত্র, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য গোল্ডেন কার্ড বিতরণ করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্সে জাতীয় সমাজ সেবা দিবস ও বর্ণাঢ্য র্যালি ও (আলোচনা সভা) অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক ফিল্ড সুপারভাইজার কালিপদ দাসের
সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরে আলম সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, এস আই জাহাঙ্গীর আলম, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক শান্ত মিয়া, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রমূখ বক্তাগণ সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন এবং সমাজ সেবা অধিদপ্তরের সেবা সাধারণ মানুষ কি ভাবে সহজে পায় তা নিয়ে বিস্তর আলোচনা করেন।
আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ
উপজেলার প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তি এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অংশ নেন।
সমাজে একসাথে বাস করতে গেলে কিছু দায়িত্ব ও কর্তব্য ব্যক্তির উপর আপনা আপনিই বর্তায়। প্রকৃত সামাজিক জীব হিসেবে প্রত্যেক মানুষের উচিত স্ব স্ব অবস্থান থেকে যথাসাধ্যভাবে এসব দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করা।
সমাজসেবা মূলত একটি মানবিক দর্শনের নাম। মানুষ সামাজিক জীবÑএই মৌলিক সত্যের ওপর দাঁড়িয়ে সমাজসেবার জন্ম।
বাংলাদেশের সমাজসেবা কার্যক্রমের শিকড় বহু পুরোনো। জাতীয় সমাজ সেবা দিবস আমাদের মনে করিয়ে দেয়- উন্নয়ন শুধু অবকাঠামো বা অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়; প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সমাজের শেষ প্রান্তের মানুষটিও মর্যাদা নিয়ে বাঁচতে পারে।
এই দিবস চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সমাধানের পথ খোঁজার উপলক্ষ।জাতীয় সমাজ সেবা দিবস আমাদের মনে করিয়ে দেয়- উন্নয়ন শুধু অবকাঠামো বা অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়; প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সমাজের শেষ প্রান্তের মানুষটিও মর্যাদা নিয়ে বাঁচতে পারে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host