বিদায়ী বছরে যেসব বরেণ্য আলেম হারাল সিলেটবাসী

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

বিদায়ী বছরে যেসব বরেণ্য আলেম হারাল সিলেটবাসী

জুবায়ের আহমদ
কালের নিয়মে বিদায় নিয়েছে ২০২৫ সাল। স্বাগত ২০২৬। নতুন বছরের আগমনে যেমন আশার আলো জ্বলে ওঠে, তেমনি বিদায়ী বছরের স্মৃতিগুলো আমাদের মনে রেখে যায় আনন্দের পাশাপাশি গভীর শূন্যতা। সময়ের স্রোতে প্রতিটি বছরই বয়ে আনে সুখ-দুঃখ, হাসি-কান্না, উৎসব আর শোকের গল্প।

২০২৫ সালও তার ব্যতিক্রম নয়। নানা ঘটনা ও অর্জনের পাশাপাশি এই বছরটি সিলেটবাসীর জন্য বিশেষভাবে বেদনাবিধুর হয়ে থাকবে বরেণ্য আলেমদের একের পর এক বিদায়ের কারণে। যাঁদের ইলম, আমল ও চরিত্র যুগের পর যুগ আলোকবর্তিকা হয়ে পথ দেখিয়েছে, তাঁদের হারিয়ে সিলেট হারিয়েছে তার একেকটি উজ্জ্বল নক্ষত্র।

এই প্রতিবেদনে স্মরণ করা হলো ২০২৫ সালে ইন্তেকাল করা সিলেটের সেই সব মহান আলেমদের, যাঁদের জীবন ও কর্ম আজও আমাদের প্রেরণা হয়ে আছে।

আল্লামা মুকাদ্দাস আলী (রহ.) :
৬৯ বছর ধরে বুখারি শরিফ পাঠদানকারী সিলেটের প্রবীণ আলেম ও শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী ২০২৫ সালের ৮ জানুয়ারি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯১ বছর।
তিনি জকিগঞ্জ উপজেলার মুনশীবাজার মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন। ১৯৩৩ সালে জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে ১৯৬০ সালে নিজ এলাকার মুনশীবাজার মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। যোগদানের পরের বছরই তাঁকে শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব দেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত একই পদে থেকে ইলমে হাদিসের নিরলস খেদমত করে গেছেন।

মুফতি মাওলানা আবদুন নূর সদরঘাটি (রহ.) :
সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও ছাত্রাবাস তত্ত্বাবধায়ক মুফতি মাওলানা আবদুন নূর সদরঘাটি ১৩ জানুয়ারি বেলা ১১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদরঘাট (ইসলামপুর) এলাকায়। তিনি দীর্ঘদিন সিলেট মহানগরের রাজারগলিতে পরিবারসহ বসবাস করতেন। ইলম, শালীনতা ও ছাত্রগড়ার ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।

শায়খুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী (রহ.) :
আন্তর্জাতিক ইসলামি স্কলার, বর্ষীয়ান আলেমে দ্বীন ও সিলেটের কৃতি সন্তান শায়খুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী ২০ জানুয়ারি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও চার কন্যাসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে যান। উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং সৌদি আরবের দারুল ইফতায় মুবাল্লিগ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাঠানটুলায় শায়খুল হাদিস হিসেবে ইলমে নববীর খেদমত করেন। তিনি ১৯৫৩ সালের ৯ অক্টোবর, শুক্রবার, গোলাপগঞ্জে জন্মগ্রহণ করেন।

মাওলানা নযির আহমদ শায়খে ঝিঙ্গাবাড়ী (রহ.) :
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা নযির আহমদ শায়খে ঝিঙ্গাবাড়ী ২৫ মে কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি ছিলেন নিভৃতচারী, সাধকস্বভাব আলেম। জামেয়া রেঙ্গা, মাযাহিরুল উলুম গাছবাড়ি, ভার্থখলা, কাজিরবাজার, রাজাগঞ্জসহ বিভিন্ন মাদরাসায় আজীবন ইলমে হাদিসের খেদমত করে গেছেন।

শায়খুল হাদিস মাহমুদুল হাছান রায়গড়ি (রহ.) :
পূর্ব সিলেটের প্রবীণ আলেম ও গোয়াইনঘাট দারুস সালাম লাফনাউট মাদরাসার দীর্ঘদিনের শায়খুল হাদিস মাওলানা মাহমুদুল হাছান রায়গড়ি ১৩ নভেম্বর ইন্তেকাল করেন। হাদিসের পাঠদান, ওয়াজ ও নসিহতের মাধ্যমে তিনি দ্বীনের যে খেদমত করে গেছেন, তা এলাকাবাসীর কাছে আজও স্মরণীয়।

মাওলানা আব্দুল ওয়াহাব (রহ.) :
সিলেট নগরীর হাওয়াপাড়া জামে মসজিদের দীর্ঘ তিন দশকের সাবেক ইমাম ও খতীব মাওলানা আব্দুল ওয়াহাব ২২ নভেম্বর কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি হাওয়াপাড়া জামে মসজিদে দীর্ঘদিন দায়িত্ব পালন করে একজন সৎ, পরহেজগার ও নীতিবান আলেম হিসেবে সর্বমহলে সম্মান ও ভালোবাসা অর্জন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর