ঢাকা ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫
ক্রীড়াকণ্ঠ ডেস্ক
শোকে কাতর সিলেট, কাতর বাংলাদেশ এবং ক্রিকেট অঙ্গন। একটি মৃত্যু এবারের বিপিএলকে ভাসিয়েছে শোকের অতলে।
শনিবার (২৭ ডিসেম্বর) ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিট আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। এ ঘটনায় শোকাহত সারাদেশের ক্রিকেটাঙ্গন।
জাকির জানাজা অনুষ্ঠিত হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, বিকেল সাড়ে ৫টায়। জানাজায় খেলোয়াড় ও বিসিবির কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। পরে পরিবারের তত্ত্বাবধানে তার লাশ কুমিল্লায় তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার দুপুর সোয়া ১টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা মাহবুব আলী জাকিকে মৃত ঘোষণা করেন।
বিকেল ৪টায় তার লাশ নিয়ে যাওয়া হয় সিলেটের লাক্কাতুড়াস্ত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শুরুর আগে আগে ঢাকার খেলোয়াড়দের ডাগআউটের সামনে ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত ছিলেন তিনি।
হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ঢাকার এ সহকারি কোচ। দ্রুত ঢাকা ও রাজশাহীর ফিজিওরা ছুটে আসেন। কয়েক মিনিট সিপিআর দেওয়া হয়। কিন্তু তারা পালস পাচ্ছিলেন না। এ অবস্থায় তাকে পাঠানো হয় হাসপাতালে।
এ সময়ও তার শ্বাস-প্রশ্বাস চলমান ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শোকাবহ এ ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। ছিলেন ক্রিকেটের আরও কয়েকজন তারকা।
মাহবুব আলী জাকির মৃত্যুতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটাঙ্গনে একজন নিবেদিতপ্রাণ কোচের আকস্মিক প্রস্থান শোকের ছায়া নেমে এসেছে পুরো বিপিএলে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host