ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি ট্রাক আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলা পরিষদের সামনের চেকপোস্টে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই আমিরুল ইসলাম ও এএসআই নোমান মিয়াসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, থ্রিপিস বিস্কুটসহ বিভিন্ন প্রকারের মালামাল বোঝাই ট্রাক আটক করা হয়।
উদ্ধারকৃত মালামাল গণনা করার সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড অ্যাপস) জাকির হোসেন, সহকারি পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) আব্দুল্লাহ আল নোমান।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান ভারতীয় পণ্যসহ ট্রাক আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান ভারতীয় পণ্য আটকের পর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host