হোসাইনিয়া এদারায়ে তা’লীম সিলেট বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা শুরু

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬

হোসাইনিয়া এদারায়ে তা’লীম সিলেট বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা শুরু

জকিগঞ্জ প্রতিনিধি
হোসাইনিয়া এদারায়ে তা’লীম সিলেট বোর্ডের অধীনে ইবতেদাইয়্যাহ ৪র্থ বর্ষের ২৩তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে। শনিবার থেকে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী শিতালঙ্গিয়া মাদরাসায় এ পরীক্ষার কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়।

জানা গেছে জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত এই বোর্ডের অধীনে বর্তমানে মোট ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে এবছর হিফজ তাকমীল বিভাগে ৮২ জন, হিফজ ১৫ পারা বিভাগে ১৫৭ জন এবং ইবতেদাইয়্যাহ ৪র্থ বর্ষে ২০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

বোর্ডের কর্মকর্তা ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা হেলাল আহমদ বলেন, নির্বাহী কমিটির সার্বিক পরামর্শ ও দিকনির্দেশনার আলোকে বোর্ডের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অধিভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইনশাআল্লাহ, আগামীতেও এই বোর্ডের শিক্ষা কার্যক্রম সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে আরও বিস্তৃত হবে।

সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ মাওলানা সাদিকুর রহমান বলেন, বোর্ড সর্বোচ্চ স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষ করে হিফজুল কুরআন পরীক্ষার ক্ষেত্রে স্থানীয় পরীক্ষক নিয়োগ না দিয়ে জেলা শহর থেকে দক্ষ ও অভিজ্ঞ হাফিজদের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়, যাতে মান ও নিরপেক্ষতা নিশ্চিত থাকে।

তিনি আরও বলেন, দিন দিন যেভাবে প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে, তাতে বোর্ডের কাজও আরও সুসংগঠিত ও সমৃদ্ধ হচ্ছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর