নিবন্ধিত ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের মতবিনিময় : সংকট সমাধানে সরকারকে উদ্যোগ নিতে হবে

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

নিবন্ধিত ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের মতবিনিময় : সংকট সমাধানে সরকারকে উদ্যোগ নিতে হবে

নিবন্ধিত ট্রাভেল এজেন্সির উদ্যোগে ট্রাভেল ট্রেডের বর্তমান সংকট নিরশনে সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সম্মানজনকভাবে সমাধান না হলে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকবে। সোমবার (১২ জানুয়ারি) সিলেট নগরের একটি অভিজাত হোটেলের হল রোমে জরুরি মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
নিবন্ধিত ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী সিলেট অঞ্চলের আহবায়ক আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে আটাব সিলেট অঞ্চলের সাধারণত সম্পাদক দেওয়ান রুশো চৌধুরীর পরিচালনায় পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন আম্বরখানা বরকতিয়া সুপার মার্কেটের সভাপতি ও আটাব সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিষদের সদস্য সিরাজ উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন হাব সিলেট জোনের আব্দুল কাদির, সাবেক সাধারণ সম্পাদক আটাব সিলেট অঞ্চল ও বর্তমান সাধারণ সম্পাদক হাব সিলেট অঞ্চল।
আর ও বক্তব্য রাখেন আটাব বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুস সালাম আরেফ, আটাব বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব আসফিয়া জান্নাত সালেহ, আব্দুল হক সভাপতি হাব সিলেট অঞ্চল, মুস্তাফিজুর রহমান হিরু সাবেক সহ সভাপতি আটাব ও ও সভাপতি আটাব ঢাকা অঞ্চল, শাহ আলম কবির স্বত্ত্বাধিকারী মিডওয়ে এয়ার, ঢাকা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক ভাইস চেয়ারম্যান আটাব ঢাকা অঞ্চল, মাহমুদুল হাসান সিদ্দিকি সাবেক অর্থ সচিব আটাব ঢাকা অঞ্চল, জিয়াউর রহমান খান রেজুওয়ান, সাবেক সভাপতি আটাব সিলেট অঞ্চল, মাওলানা আবুল কালাম আজাদ সাবেক সহ সভাপতি আটাব সিলেট অঞ্চল, তৈমুর রহমান নানু স্বত্ত্বাধিকারি নিউ মর্ডান ট্রাভেলস, তাজ উদ্দিন স্বত্ত্বাধিকারি তাজ এয়ার ও ইদ্রিস মার্কেটের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক, এখলাছুর রহমান স্বত্ত্বাধিকারি রাহাত ট্রেড এন্ড সিণ্ডিকেট, হাফিজ সুলতান আহমদ খান, সভাপতি রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতি, মোজাম্মেল হোসেন রুবেল, স্বত্ত্বাধিকারি শাহ জালাল ট্রাভেল, আব্দুল বাসিত স্বত্তাধিকারি জামিল ট্রেড এন্ড ট্যুরস, রুহুল আমিন স্বত্ত্বাধিকারি রুহুল আমিন ট্রাভেলস প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর