ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
যুক্তরাজ্যস্থ টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার কাউন্সিলর আয়াস মিয়ার আমন্ত্রণে কাউন্সিল অফিসে মতবিনিময় করলেন সম্প্রতি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম। গতকাল বিকেলে কাউন্সিলের মালব্যারি প্লেসের স্পীকার পার্লারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টাওয়ার হ্যামলেটের স্পীকার কাউন্সিলর আয়াছ মিয়ার সভাপতিত্বে ও সাবেক স্পীকার আব্দুল মুকিত চুন্নু এমবিই এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, সিলেট টু লন্ডন সরাসরি ফাইটসহ প্রবাসী বাঙালী কমিউনিটির যৌক্তিক দাবী সমুহ আদায়ে হাইকমিশন কমিউনিটিকে সাথে নিয়ে কাজ করে যাবে।
তিনি হাইকমিশনের সার্ভিস সমুহ সহজ ও গতিশীল করার ব্যাপারে তার পদপে সমুহ তুলে ধরেন। এছাড়া বৃটেনের বেড়ে ওঠা তরুণ-তরুণীদের তাদের শিকড়ের সাথে সংযোগ স্থাপনে হাইকমিশনের গৃহীত কর্মসূচি তুলে ধরেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেটের মেয়র জন বিগস্।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজুল হক, ডেপুটী মেয়র আসমা বেগম, কমিউনিটি ব্যক্তিত্ব স্পীকারের কনস্যুলেট আবুল হোসাইন এবং কাউন্সিলার আহবাব হোসাইন প্রমূখ।
সভাপতির বক্তব্যে স্পীকার ও কাউন্সিলার আয়াস মিয়া নব নিযুক্ত হাইকমিশনার সাঈদা মুনা তাসনীমকে বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেট কাউন্সিলে স্বাগতম জানিয়ে বলেন, নবনিযুক্ত হাইকমিশনার তাঁর মেধা ও যোগ্য নেতৃত্বে দুই দেশের সেতুবন্ধন আরো কার্যকর ও শক্তিশালী করতে সক্ষম হবেন। বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের সাথে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের যৌথভাবে কাজ করার ব্যাপারে তার অগ্রণী ভূমিকা বাংলাদেশী কমিউনিটি প্রত্যাশা করে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host