ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির সাত এমপি দল থেকে পদত্যাগ করেছেন। দলের প্রধান জেরেমি করবিনের ব্রেক্সিট ও ইহুদিবাদ বিরোধী অবস্থানের কারণে তারা পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বিবিসি।
দলত্যাগ করা এমপিরা হচ্ছেন চুকা উমুন্না, লুসিয়ানা বার্গার, ক্রিস লেসলাই, অ্যাঙ্গেলা স্মিথ, মাইক গ্যাপস, গ্যাভিন শুকের এবং অ্যান কফি।
লুসিয়ানা বার্গার বলেছেন, লেবার পার্টি প্রাতিষ্ঠানিকভাবে ইহুদিবাদ বিরোধীতে পরিণত হয়েছে এবং তিনি এর জন্য দলে থাকতে ‘অস্বস্তি ও লজ্জাবোধ’ করছেন।
লেবার নেতা করবিন বলেছেন, ২০১৭ সালের নির্বাচনে লাখ লাখ লোকের উৎসাহে যে নীতি দল গ্রহণ করেছে তার সঙ্গে কাজ করতে এমপিরা ব্যর্থ হওয়ায় তিনি অসন্তুষ্ট।
বিবিসি জানিয়েছে, পদত্যাগ করা এমপির নতুন রাজনৈতিক দল চালু করবেন না। তারা পার্লামেন্টে স্বতন্ত্র গ্রুপ হিসেবে বসবেন।
তবে পদত্যাগ করা আরেক এমপি চুকা উমুন্না বলেছেন, এটি তাদের প্রথম পদক্ষেপ এবং নতুন একটি রাজনীতি শুরু করতে তারা লেবার পার্টির ও অন্যান্য দলের এমপিদের প্রতি আহ্বান জানাচ্ছেন।
তিনি বলেছেন, ‘রাজনীতি ভেঙ্গে গেছে, এটা এভাবে চলতে পারে না। আসুন একে পরিবর্তন করি।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host