ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত মাদক পুড়িয়ে ধ্বংস করেছে সিলেট মহানগর পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মহানগর হাকিম ১ম আদালতের বিচারক জিয়াদুর রহমানের উপস্থিতিতে এ মাদক ধ্বংস করা হয়। দীর্ঘদিন ধরে এই মাদক আদালতের মালখানায় সংরক্ষিত ছিল।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা জানান, সংরক্ষিত মাদকগুলোর মধ্য থেকে মামলার আলামত রেখে অবশিষ্ট মাদক পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ৭১ বোতল ফেনসিডিল, ১৮ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৪৮৭ পিস ইয়াবা ও প্রায় ১৪ কেজি গাঁজা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host