ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০১৯-২০২১ সাল মেয়াদের নির্বাচনকে সামনে রেখে কর অঞ্চল-সিলেটের কর কমিশনার রনজীত কুমার সাহা’র সাথে সাক্ষাৎ করেছেন সিলেট চেম্বারের নির্বাচন বোর্ড।
১৬ জুলাই মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কর কমিশনারের কার্যালয়ে সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান এর নেতৃত্বে বোর্ডের সদস্যবৃন্দ কর কমিশনারের সাথে এক সাক্ষাতে মিলিত হন।
এসময় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বলেন, সিলেট চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে সদস্যদের আয়কর সনদপত্র যাচাই-বাছাই করা প্রয়োজন। তিনি এ ব্যাপারে কর কমিশনারের কার্যালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এব্যাপারে কর কমিশনার রনজীত কুমার সাহা বলেন, সিলেট চেম্বার ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন। এ সংগঠনের নির্বাচন আয়োজনের লক্ষ্যে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নে কর বিভাগ সর্বোত সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তিনি সিলেট চেম্বারের সদস্যদের কাগজপত্র দ্রুততার সাথে যাচাই করে দেওয়া সহ প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট সৈয়দ শামীম আহমদ ও এডভোকেট মোঃ জুনেল আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host