ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করার পরও বালু স্তুপ করে রাখার অভিযোগে শেখ খোকন নামক এক যুবককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক এই অভিযান পরিচালনা করেন।
.
এদিকে চুনারুঘাটে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়াও প্রায় ২শ মিটার পাইপ ভেঙে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূসরাত ফাতিমা’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এগুলো ধ্বংস করেন।
.
সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার দুধপাতিল ইছাগড়ি ছড়া সংলগ্ন মাঠ থেকে একটি মহল দীর্ঘদিন যাবত অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এই অভিযোগে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ২টি মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস ও প্রায় ১শত মিটার পাইপ পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়াও পানছড়ি গাদাছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আরো ২টি ড্রেজার পুড়ানো হয় এবং ১শত মিটার পাইপ ভেঙে দেয়া হয়।
.
নির্বাহী কর্মকর্তা নূসরাত ফাতিমা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সাধারণ মানুষের স্বার্থে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এর আগে পানছড়ি এলাকা থেকে আরও আটটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host