ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
একাদশ সংসদ নির্বাচনের ভোটের দিনণ চূড়ান্ত করে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের রেকর্ড সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান জানিয়েছেন, প্রায় ১৫ মিনিটের মতো সিইসি স্যারের জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হয়েছে।
সরেজমিন দেখা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ক থেকে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে চার নির্বাচন কমিশনার হাসিমুখে এক সঙ্গে বেরিয়ে আসেন। বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সিইসির কে এ সভা হয়।
এতে ভোটের তারিখ চূড়ান্ত করা হয়। পরবর্তীতে বিটিভি, বেতারের রেকর্ডিং টিম প্রবেশ করে সিইসির ক।ে যাবতীয় প্রস্তুতি শেষে ভাষণ রেকর্ডিংয়ের কাজ শেষ হয়। এতে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদসহ বিটিভি, বেতার ও পিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা অবস্থান করছেন।
সবার ঐক্যমতের ভিত্তিতে তফসিল চূড়ান্ত করে বৈঠক শেষ হল কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী বলেন, এভরিথিং ইজ ফাইন। জাস্ট ওয়েট।
সাড়ে ১২টার পর বৈঠক থেকে বেরিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী সিইসির করে সামনে অপো করতে থাকেন। ৫-৭ মিনিট পর বেরিয়ে আসেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
চারজন কয়েক মিনিট কথা বলে এক সঙ্গে লিফটে করে পঞ্চম তলায় উঠেন। প্রবেশ পথে আরও মিনিট কয়েক পরস্পর নিজেদের কাজ নিয়ে আলাপ করেন। এ সময় তিনজনই বেশ মনোযোগ দিয়ে কথা শুনছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host