ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯
নিজস্ব প্রতিবেদন: বিয়ানীবাজার থেকে ৯৯০ পিস ইয়াবাসহ আব্দুস সালাম (৩৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাত ৮ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মেওয়া গ্রামের সুপ্রিম কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে আটক করে। আটক যুবক স্থানীয় দুবাগ গ্রামের মৃত মফুর আলীর ছেলে। উদ্ধারকৃত আলামতসহ তাকে বিয়ানীবাজার থানায় হস্তানন্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host